আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানির দাম; হবে নীতিমালা: নসরুল হামিদ

|

বিদ্যুৎ ও জ্বালানি খাতে আর ভর্তুকি দিতে চায় না সরকার। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে নিয়মিত দাম সমন্বয় করা হবে। এক্ষেত্রে নীতিমালা তৈরি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

শনিবার (২০ মে) জ্বালানি খাত নিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (ডিসিসিআই) সেমিনারে তিনি এমন কথা জানান। বলেছেন, ৩৫ হাজার এমএমসিএফ ফুট গ্যাসের চাহিদা থাকলেও এর বিপরীতে সরবরাহ করা হচ্ছে ২৯শ’ এমএমসিএফ ফুট গ্যাস। এরমধ্যে আমদানি করা গ্যাসের পরিমাণ ৭৫০ ফুট। ২০২৫ সালে গ্যাসের চাহিদা বেড়ে দাঁড়াবে ৪ হাজার এমএমসিএফ ফুট। তখন আমদানি করতে হবে অন্তত এক হাজার ফুট গ্যাস। তাই দাম সমন্বয়ের বিকল্প নেই।

নসরুল হামিদ আরও বলেন, শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে চায় সরকার। এজন্য উদ্যোক্তাদের সহায়তা দরকার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply