ঈদুল আযহাকে কেন্দ্র করে ঈদের দিন এবং ঈদের পরের কয়েকদিন রাজধানীজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। টহল বাড়ানোর পাশাপাশি বসানো হয়েছে চেকপোস্ট। বাসা-বাড়ির নিরাপত্তায় বেসরকারি নিরাপত্তা কর্মীর সাথে সমন্বয় করে কাজ করছে পুলিশ ও র্যাব।
ব্যস্ত ঢাকা এখন নিরিবিলি। ওৎ পেতে থাকে সুযোগ সন্ধানী অপরাধীরা। এ সময়ে চুরি ডাকাতির পাশাপাশি বাড়ে বিভিন্ন অপরাধ।
নগরবাসীর জানমালের নিরাপত্তায় কয়েকদিন কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকার বিভিন্ন এলাকায় নির্মাণ করা হয়েছে অস্থায়ী ক্যাম্প। বাড়ানো হয়েছে টহল।
পাড়া মহল্লা এবং অ্যাপার্টমেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে সোসাইটির নিরাপত্তা প্রহরীর সাথে সমন্বয় করে কাজ করছে বিভিন্ন বাহিনী। দিচ্ছে নানা পরামর্শ।
যমুনা অনলাইন:এফএম
Leave a reply