ইউক্রেনের বিরুদ্ধে আবারও মস্কোর কাছাকাছি ড্রোন হামলার অভিযোগ

|

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

আবারও মস্কোর কাছাকাছি এলাকায় ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে ইউক্রেন- বুধবার (২১ জুন) এমন অভিযোগ তুলেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার দাবি, পাল্টা অভিযানে ব্যর্থ হয়ে রুশ ভূখণ্ডে হামলার পরিকল্পনা করছে কিয়েভ। এদিকে, ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে তুমুল লড়াই চলছে দু’পক্ষের। ব্যাপক ক্ষয়ক্ষতির পাল্টাপাল্টি দাবি করছে মস্কো-কিয়েভ। খবর রয়টার্সের।

মুহুর্মুহু মিসাইল হামলায় অগ্নিগর্ভ ইউক্রেনের রণক্ষেত্র। সেখানে ইউক্রেনীয়দের পাল্টা হামলা প্রতিহত করতে মরিয়া রুশ বাহিনী। দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে চলছে দুপক্ষের তুমুল লড়াই। থেমে থেমে চলছে সংঘর্ষ।

এরমধ্যেই, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মস্কো অঞ্চলে সামরিক ঘাঁটির কাছে তিন দফা ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। শহর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ওই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করা হয়েছে। অবশ্য সবগুলো হামলা চেষ্টা নস্যাতের দাবি পুতিন প্রশাসনের। হয়নি কোনো ক্ষয়ক্ষতিও।

অভিযানে, রুশ সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে কিয়েভ। রাশিয়ার বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের ডিপো ধ্বংসের কথাও জানিয়েছে জেলেনস্কি প্রশাসন। দেশটির বিভিন্ন এলাকায় রুশ বাহিনীর ছোড়া ইরানি ড্রোন ধ্বংসের দাবিও করেছে তারা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেন, আমাদের সেনারা পূর্ব ও দক্ষিণাঞ্চলে শত্রুপক্ষের বিরুদ্ধে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। রুশ বাহিনীর ছোড়া মিসাইল ও ড্রোন হামলা সফলভাবে প্রতিহতের জন্য সেনাদের প্রতি কৃতজ্ঞতা। গতরাতেও তারা ৩০টির বেশি শহীদ ড্রোন ভূপাতিত করেছে। যা শত শত মানুষের প্রাণ রক্ষা করেছে। ইউক্রেনীয় সেনাদের সামর্থ্য দেখে দখলদাররা আমাদের ভূমিতে কোনো প্রকার আগ্রাসন চালানোর সাহস পাবে না।

এদিকে, পাল্টা হামলায় ব্যর্থ হয়ে ইউক্রেন আবারও রুশ ভূখণ্ডে হামলার ছক কষছে বলে অভিযোগ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, জুনের চার তারিখ থেকে আমাদের সেনাদের টার্গেট করে ২৬৩টি হামলা চেষ্টা চালিয়েছে ইউক্রেনের সেনারা। তবে সবগুলো হামলা প্রতিহত করেছে রুশ বাহিনী। পুরোপুরি ব্যর্থ তারা। এবার রুশ ভূখণ্ড ও ক্রাইমিয়ায় হাইমার্স ও স্টর্ম শ্যাডো মিসাইল ছোড়ার পরিকল্পনা করছে কিয়েভ। এর মানে হলো, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য পুরোপুরি এ যুদ্ধে জড়িত হবে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply