কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে রাস্তা অবরোধ করে রাজধানীর উত্তরা, দক্ষিণ খান, আব্দুল্লাহপুর এলাকায় বিক্ষোভ করেছে বেশ কিছু পোশাক কারখানার শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকালে বিক্ষোভ শুরু করে তারা।
রাজধানীর দক্ষিণ খান থানার ডিউটি অফিসার কবীর হোসেন জানিয়েছেন, ঈদের আগে দক্ষিণ খান এলাকার একটি পোশাক কারখানায় কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে গত দু’দিন ধরে তারা আন্দোলন করছে। পরিস্থিতি সামলা দিতে শ্রমিক ও মালিকপক্ষের সাথে বৈঠক করা হয়েছে বলেও জানান তিনি।
তবে সকাল থেকেই উত্তরা-আব্দুল্লাহপুর সড়কে অবস্থান নেয় হাজারো শ্রমিক। দু’পাশের সড়কে দেখা দেয় তীব্র যানজট। এয়ারপোর্ট থেকে উত্তরা ও বনানী সড়কেও আটকে আছে যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ।
Leave a reply