সাতক্ষীরা প্রতিনিধি:
দিনশেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে ৭০ মেট্রিক টন কাঁচা মরিচ। রোববার (২ জুলাই) দুপুরে ৬ ট্রাক আমদানির পর সন্ধ্যায় আরও এক ট্রাক মরিচ আমদানি হয়েছে।
আমদানিকৃত এসব মরিচ বিক্রি হবে রাজধানীতে। সোমবার (৩ জুন) ১০-১৫ ট্রাক আমদানি হবে বলে জানিয়েছেন আমদানিকারকরা।
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, দেশের বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। ক্রেতারা দিশেহারা হয়ে পড়েছেন। ঈদুল আযহার পাঁচ দিনের ছুটি শেষে আজই বন্দরের আমদানি-রফতানি শুরু হয়। সবমিলিয়ে আজ ৭ ট্রাক কাঁচা মরিচ আমদানি হয়েছে। আগামীকাল ১০-১৫ ট্রাক আমদানির সম্ভাবনা রয়েছে। এতে দেশীয় বাজারে দাম কিছুটা কমবে।
ভারতীয় কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি কত হবে এমন প্রশ্নে মাকসুদ খান বলেন, স্থানীয় বাজারে আমদানিকৃত এসব কাঁচা মরিচ কেউ বিক্রি করেননি। সাত ট্রাক মরিচ চলে গেছে রাজধানী ঢাকাতে। সেখানে বিক্রি হবে। ব্যবসায়ীরা ৩৮০-৪০০ টাকা দরে এসব কাঁচা মরিচ বিক্রি করবেন এমনটা তারা জানিয়েছেন।
ভোমরা বন্দরে কাঁচা মরিচ আমদানিকারক এক ব্যবসায়ী জানিয়েছেন, ভারত থেকে প্রতি কেজি কাঁচা মরিচ ১৫০-২০০ রুপিতে ক্রয় করে দেশে নিয়ে আসছেন। তবে ঠিক কত দিয়ে কিনছেন সেটি জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।
ভোমরা কাস্টমস কার্যালয়ের ডেপুটি কমিশনার নিয়ামুল হাসান জানান, দিনশেষে সাতটি ট্রাকে ৭০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। টন প্রতি রাজস্ব নেয়া হয়েছে ৫০০ মার্কিন ডলার।
এদিকে, জেলার অভ্যন্তরীণ বাজার গুলোতে ইচ্ছামত দাম রাখছেন বিক্রেতারা। পাইকারি ও খুচরা বাজারে ৫০০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশীয় কাঁচা মরিচ।
এএআর/
Leave a reply