আথারটনকে মনে করাচ্ছেন ডেভিড ওয়ার্নার

|

ছবি: রয়টার্স

ক্রিকেট ইতিহাসে অসংখ্য ব্যাটার-বোলারের দ্বৈরথ অমর হয়ে আছে। এখনও কোনো বোলার নির্দিষ্ট এক ব্যাটারের বিপক্ষে বারবার সফল হলে (আউট করলে) সর্বপ্রথম যে দুইটি নাম উঠে আসে, তারা হলেন ম্যাকগ্রা-আথারটন।

সম্প্রতি, অজি ওপেনিং ব্যাটার ডেভিড ওয়ার্নার আবারও আথারটনকে মনে করিয়ে দিলেন। ইংল্যান্ডের সাবেক ওপেনার আথারটন অজি বোলার গ্লেন ম্যাকগ্রার ‘বানি’ ছিলেন।

ক্রিকেটে নির্দিষ্ট কোনো এক বোলারের বলে যদি কোন ব্যাটসম্যান ক্রমাগত বিপর্যস্ত (আউট) হতে থাকে, তবে তাকে ওই বোলারের ‘বানি’ বলা হয়। ক্রিকেট ইতিহাসে বানির প্রসঙ্গ উঠলেই মাইকেল আথারটন ও ম্যাকগ্রার কথা সবচেয়ে বেশি আলোচিত হয়। ১৯৯৪-২০০১ এই সাত বছরে পিজিওনের বলে সর্বমোট ১৯বার আউট হয়েছেন আথারটন। ১৭ টেস্টে দুই জন মুখোমুখি হয়েছিলেন।

এছাড়া, মাইক আথারটনকে ১৭বার করে আউট করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক দুই পেসার কার্টলি অ্যামব্রোস ও কোর্টনি ওয়ালশ। আর অজি ব্যাটার আর্থার মরিস ইংল্যান্ডের মিডিয়াম পেসার অ্যালেক বেডসারের বলে মোট ১৮বার ডিসমিসালের শিকার হন।

এদিকে, চলমান হেডিংলি টেস্টের দুই ইনিংসেই ইংলিশ বোলার স্টুয়ার্ট ব্রডের শিকার হন ওয়ার্নার। মোট ১৭বার এই ব্যাটারের উইকেট নিয়েছেন ব্রড। প্রথম ইনিংসে পঞ্চম বলেই ওয়ার্নার ব্রডের বলে ক্রলির ক্যাচের শিকার হন। এরপর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসেও ব্রডের ভেতরে ঢোকা বলে মিড অনের দিকে খেলতে গিয়ে স্লিপে ধরা পড়েন ওয়ার্নার।

/এএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply