জঙ্গিবাদ দমনে ব্যর্থতার কারণে পাকিস্তানের জন্য বরাদ্দ করা ৩০০ মিলিয়ন ডলারের (আড়াই হাজার কোটি টাকা) সহায়তা তহবিল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
‘বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা নেওয়ার পরও পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাঁওতাবাজি করছে’ এমন অভিযোগ তুলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভ প্রকাশের কিছুদিনের মধ্যেই সহায়তা বন্ধের ঘোষণা দিলো পেন্টাগন।
পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল কোনে ফকনারের বরাত দিয়ে বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই অর্থ অন্য কোনো ‘জরুরি অগ্রাধিকার’ খাতে ব্যয় করবে।
বড় রকমের এ স্থগিতাদেশ কার্যকর করতে অবশ্য মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগবে।
যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র পাকিস্তান নিজ ভূখণ্ডে হাক্কানি নেটওয়ার্ক ও আফগান তালেবানসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর তৎপরতা ঠেকাতে ব্যর্থ বলে দেশটির সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগ।
গতকাল শনিবার এক বিবৃতিতে ফকনার বলেন, ‘সব ধরনের জঙ্গিগোষ্ঠী দমনে পাকিস্তানকে কঠোর হওয়ার ব্যাপারে আমরা চাপ প্রয়োগ করতে চাই।’
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব মাইক পম্পেও সাক্ষাৎ করার একদিন আগে দেশটির পক্ষ থেকে এ ঘোষণা এলো।
Leave a reply