মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আনলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বুধবার (২৬ জুলাই) এ বিষয়ে তিনি জানান, নিত্যপণ্যের লাগামহীন দাম, মুদ্রাস্ফীতি এবং আবাসন সংকটে জর্জরিত দেশবাসীকে স্বস্তি দিতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। খবর বিবিসির।
২০১৫ সালের নভেম্বর থেকে কানাডার ক্ষমতায় রয়েছে লিবারেল পার্টি। বুধবার ৭ মন্ত্রীকে অপসারণ করেন প্রধানমন্ত্রী ট্রুডো। যে তালিকায় রয়েছেন দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি। তাদের পরিবর্তে, মন্ত্রিপরিষদে জায়গা পেয়েছে একডজন নতুন মুখ।
এদিকে, রদবদলের ঘটনায় বিরোধী কনজারভেটিভ পার্টি নিন্দা ও সমালোচনা জানিয়েছে। তাদের বক্তব্য, এর মাধ্যমে সরকারের ব্যর্থতা স্পষ্ট হলো।
সম্প্রতি, পর্যবেক্ষক সংস্থা ‘অ্যাবাকাস ডাটা পোলে’র জরিপ অনুসারে, রক্ষণশীল দলকে সমর্থন করেন ৩৮ শতাংশ কানাডীয়। অন্যদিকে, ২৮ ভাগ মানুষ ভাবেন ক্ষমতায় থাকা উচিত উদারপন্থীদের। এটি প্রকাশের পরই নড়েচড়ে বসেছে ট্রুডো সরকার।
এরজেড/
Leave a reply