যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের দাবানলে প্রাণহানি বেড়ে শতাধিক। এখনও নিখোঁজ হাজারের কাছাকাছি। দুর্যোগের এক সপ্তাহ পর তাদের জীবিত পাওয়ার সম্ভাবনা ছেড়ে দিয়েছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় প্রশাসনের সাথে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকর্মী দল। তাদের সাথে রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও। খবর রয়টার্সের।
প্রশাসনের দাবি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লাহাইনা শহরের ২৭ ভাগ এলাকায় চালানো হয়েছে জরিপ। ভয়াবহ আগুনে পুড়ে ছাই ঐতিহাসিক শহরটি। ধীরে হলেও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় রয়েছে প্রশাসন। খুলে দেয়া হয়েছে মূল সড়কপথ। ফেরানো গেছে ৮০ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ। কিন্তু দুর্গত এলাকায় এখনও বহাল রাত্রিকালীন কারফিউ। সেখানে ভস্মীভূত ২২শ ঘরবাড়ি-স্থাপনা।
হাওয়াইয়ের গভর্নর জশ গ্রিন বলেন, উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছে বিপুল সংখ্যক মানুষ। এ দলে আছেন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ৪১৬ জন সদস্য। তল্লাশি অভিযানে কাজ করছেন ন্যাশনাল গার্ডের ২৭৩ জন। নিখোঁজদের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে জরুরি বিভাগের ২০টি প্রশিক্ষক কুকুর। দাবানলে প্রাণহানি ছাড়িয়েছে শতাধিক। সংখ্যাটি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তিনি। ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে ২৭ শতাংশ এলাকার।
উল্লেখ্য, ৮ আগস্ট মার্কিন দ্বীপপুঞ্জটিতে ঘটে দাবানলের সূত্রপাত। প্রশান্ত মহাসাগরীয় টাইফুনের বাতাসে দ্রুত ছড়ায় আগুন। যাকে ১০০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আখ্যা দেয়া হয়েছে।
/এএম
Leave a reply