এলিভেটেড এক্সপ্রেসওয়ে: সকাল ৬টা থেকে পার হলো ২১ হাজার ৭০৫টি যানবাহন

|

জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে বহুল কাঙ্ক্ষিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে মোট ২১৭০৫টি যান চলাচল করেছে। এদিন মোট উঠেছে ১৭ লক্ষ ৪৯ হাজার ৪৪০ টাকা।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরদিন থেকেই এই রুট জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে।

এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল সড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। ওঠা-নামার র‍্যাম্পের জন্য সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৪০ কিলোমিটার।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলে যানবাহনকে ৪টি শ্রেণিতে ভাগ করে টোল হার নির্ধারণ করা হয়েছে। প্রাইভেটকার, ট্যাক্সি, জিপ, মাইক্রোবাসসহ হালকা গাড়ির জন্য টোল ৮০ টাকা। মাঝারি ট্রাক ৩২০ টাকা। ৬ চাকার বেশি ট্রাকের জন্য ৪০০ টাকা। সব ধরনের বাসের টোল ১৬০ টাকা। দুর্ঘটনা রোধে ছোট ও কম গতির যানবাহন চলাচল করবে না।

সরকারের সাথে চুক্তি অনুযায়ী, ২৫ বছরের চুক্তির মধ্যে সাড়ে ২১ বছর টোল আদায় করবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply