লিবিয়ায় দুর্যোগের ১ সপ্তাহ পেরোলেও কাটেনি সংকট

|

লিবিয়ায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের একসপ্তাহ পেরুলেও; কাটেনি বিভীষিকা। বাস্তুচ্যুত ৩০ হাজার বাসিন্দার জরুরি ভিত্তিতে প্রয়োজন সুপেয় পানি-খাবার-আশ্রয়ের মতো মৌলিক ত্রাণ সহযোগিতা। খবর রয়টার্সের।

জাতিসংঘের আশঙ্কা, দুর্গত এলাকাগুলোয় কলেরা, ম্যালেরিয়া, ডায়রিয়ার মতো নানা রোগ ছড়িয়ে পড়তে পারে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দের্না শহরের প্রত্যেক পরিবার এই দুর্যোগে ভুক্তভোগী।

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক কমিশন ওসিএইচএ’র তথ্য অনুসারে, নিশ্চিতভাবে প্রাণ হারিয়েছেন ১১ হাজারের বেশি মানুষ। প্রকৃত সংখ্যা কয়েকগুণ বেশি হবে, এমনটাই আশঙ্কা। কারণ ১০ হাজারের ওপর বাসিন্দা এখনও নিখোঁজ। ভেঙে পড়েছে দেড় হাজারের বেশি ভবন ও স্থাপনা।

গেলো সোমবার, দুটি বাঁধ ভেঙ্গে দের্না শহরে সৃষ্টি হয় সুনামি পরিস্থিতির। ভাসিয়ে নেয় দের্না’র সিংহভাগ এলাকা। ধারণা করা হচ্ছে, ভূমধ্যসাগরে ভেসে গেছেন বেশিরভাগ নিখোঁজ বাসিন্দা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply