কুষ্টিয়া প্রতিনিধি:
জেলাজুড়ে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব, পৌরসভার একুশটি ওয়ার্ডে নেই কোনো প্রতিরোধ ব্যবস্থা। শহরবাসীর অভিযোগ, সারাবছরের ন্যায় ফগার মেশিনের ধোঁয়া আর মাঝে মধ্যে অতি সামান্য স্প্রে করেই শেষ। ডেঙ্গু মোকাবেলায় কার্যকরী কোনো ধরনের পদক্ষেপ না থাকায় ক্ষিপ্ত কুষ্টিয়া পৌরবাসী।
জেলার পৌরসভার একুশটি ওয়ার্ডে ডোবা নালা অসংখ্য। বদ্ধ জলাশয়ে জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে মশা। ডেঙ্গুর প্রকোপ বাড়লেও পরিচ্ছন্নতার বালাই নেই। ঘরের জানালা খুললেই ড্রেন সেখানে মশার বসবাস। শহরে ডেঙ্গু রোগ ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে অথচ মশা নির্মূলে কোনো ভূমিকা নেই পৌরসভার।
জানতে চাইলে পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, পৌরবাসীর অভিযোগটি অসত্য। গত তিনমাস ধরে আমাদের ২১টি সম্মানিত কাউন্সিলরের অধীনে একজন করে স্প্রে ম্যান দেয়া আছে।
অথচ হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু ইউনিট। প্রতিদিনই সেখানে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী, যাদের অনেকেই শহরবাসী।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও তাপস সরকার বললেন, জেলায় ডেঙ্গু সমস্যার সমাধানে স্থানীয় সরকার বিভাগে যে প্রতিষ্ঠান আছে তাদেরই উদ্যোগ নিতে হবে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৫৩৫ জন। মারা গেছেন ৫ জন রোগী।
এটিএম/
Leave a reply