প্রবাসী আয়ে বড় ধাক্কা, ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন

|

প্রবাসী আয়ের নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে প্রবাসীরা দেশে ১৩৪ কোটি ৩৬ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর আগে, দেশে কোভিড-১৯ মহামারির শুরুর দিকে ২০২০ সালের এপ্রিলে রেমিট্যান্স আসে ১০৯ কোটি ডলার।

যদিও করোনা মহামারির পর ২৫ লাখের বেশি কর্মী বিদেশে পাড়ি জমিয়েছেন। কিন্তু প্রবাসী আয় না বেড়ে উল্টো কমেছে। কারণ হিসেবে হুন্ডিকে দায়ি করছেন বিশ্লেষকরা। ব্যাংকের চেয়ে খোলা বাজারে ডলারের দাম বেশি হওয়ায় অবৈধ পথে লেনদেন বেড়েছে বলেও মনে করেন তারা।

ব্যাংকের বাইরে এখনও ১১৮ থেকে ১১৯ টাকায় ডলারের লেনদেন হচ্ছে। বেশি লাভের আশায় অনেকেই হুন্ডির মাধ্যমে টাকা পাঠাচ্ছে। দামের ব্যবধান না কমলে বৈধ পথে প্রবাসী আয় বাড়বে না বলেও মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে, গত বছরের একই সময়ের তুলনায় সেপ্টেম্বরে প্রবাসী আয় কমেছে প্রায় ১৩ শতাংশ। গত মাসে ১৩৪ কোটি ডলারের প্রবাসী আয় দেশে আসলেও গেলো বছর একই মাসে এর পরিমাণ ছিল প্রায় ১৫৪ কোটি ডলার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply