সকাল থেকেই রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে দেখা যায়। এরপর সন্ধ্যা নামতে শুরু হয় ভারি বৃষ্টি। শুক্রবার ভোর পর্যন্ত থাকে একই পরিস্থিতি। এতে বিভিন্ন সড়কে দেখা দেয় জলজট।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে রাজধানীর ফার্মগেট, বিজয় সরণি, কারওয়ান বাজার, বাংলামোটর, ধানমন্ডি, শাহবাগ, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, সড়কে পানি উঠে যাওয়ার কারণে রাস্তায় থাকা যানবাহনগুলোর ধীরগতিতে সৃষ্টি হয় তীব্র যানজটের। চরম ভোগান্তিতে পড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষারত মানুষ।
যানজটের কারণে আধা কিলোমিটার দূরত্বের পথ অনেকে দুই ঘণ্টায়ও যেতে পারেনি। রাত ১২টার দিকেও যানজটের কারণে ঘরে ফিরতে দেরি হয় ঘরমুখী মানুষের। অনেক সড়ক পানিতে প্লাবিত হয়ে যায়। এতে যান চলাচল বিঘ্নিত হয়।
আজ শুক্রবারও (৬ অক্টোবর) সারা দেশে এমন বৃষ্টি হতে পারে। এদিকে, দেশের তিন সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদরা জানান, মূলত মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে লঘুচাপ মিলিত হওয়ায় এবং একই সঙ্গে মৌসুমি বায়ু দেশের ওপর সক্রিয় থাকায় রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। তবে শুক্রবার থেকে দেশের কোনো কোনো অংশ থেকে বৃষ্টি কমে আসতে পারে। শনিবার থেকে সারা দেশেই অনেকটা কমতে পারে বৃষ্টি।
এর আগে গত ২১ সেপ্টেম্বর রাতভর বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা ও যানজটে আটকে পড়ে চরম দুর্ভোগের শিকার হয় হাজারো মানুষ। সেদিন জলাবদ্ধ রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান চারজন।
/এএম
Leave a reply