বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী চিত্রশিল্পী পাবলো পিকাসো। তিনি ছিলেন দক্ষ চিত্রশিল্পী ও ভাস্কর। পাবলো রুইজ পিকাসোর জন্ম ১৮৮১ সালের ২৫ অক্টোবর দক্ষিণ স্পেনের মালাগা শহরে। মা মারিয়া পিকাসো লোপেজ ও বাবা হোসে রুইজ ব্লাসকো। পিকাসোর বাবা ছিলেন চিত্রাঙ্কনের শিক্ষক এবং স্থানীয় জাদুঘরের তত্ত্বাবধায়ক। বাবা হোসে রুইজ নিজের স্টুডিওতে ছবি আঁকার সব কলাকৌশল শেখাতেন ছেলেকে। মাত্র সাত বছর বয়সে পিকাসো বাবার কাছ থেকে তেলচিত্রে হাতেখড়ি নেন।
আজ এই প্রভাবশালী চিত্রশিল্পীর ১৪২তম জন্মদিন। ছবি আঁকা নিয়ে পিকাসো বলেন, একটি শিশুর মত আঁকা শিখতে আমার পুরো জীবন লেগেছে। হয়তো তাই, কিন্তু পুরো জীবনে পিকাসো যত পেইন্টিং এঁকেছেন, সেজন্য ইতিহাস যুগের পর যুগ পিকাসোকে মনে রাখবে।
Leave a reply