তফসিলের আগে রেওয়াজ মেনে আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল দেয়া হবে বলে জানিয়েছেন, ইসি সচিব মো. জাহাংগীর আলম। আগারগাঁও নির্বাচন ভবনে তিনি বলেন, এ মাসের প্রথমার্ধেই তফসিল ঘোষণা হবে। রাজনৈতিক পরিস্থিতি প্রতিকুলে থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে বলে জানান তিনি।
জাতীয় নির্বাচনের আগে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের নজির নেই বললেই চলে। এবারও ঘনিয়েছে ভোটের সময়। ফলে উত্তপ্ত রাজপথ।
পরিবেশ শীতল হওয়ার অপেক্ষায় থাকার সময় নেই ইসির। তাই ভোটের প্রস্তুতি চলছে। ভোটের সম্ভাব্য সময় নিয়ে রাষ্ট্রপতির সাথে আজ সাক্ষাৎ করবেন সিইসিসহ পাঁচ নির্বাচন কমিশনার।
এ নিয়ে ইসি সচিব মো জাহাংগীর বলেন, রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশনের প্রধার রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করে থাকেন। এরই ধারাবাহিকতায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে যদি পরামর্শ থাকে, সেটি নির্বাচন কমিশনার শুনবেন।
হরতাল অবরোধের এই সময়ে বাড়তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ভোটের সরঞ্জাম পাঠাবে ইসি। তাতে ভোটের আয়োজনে ঘাটতি দূর হলেও ভোটারদের নিরাপত্তার নিশ্চয়তা কতটুকু? এর উত্তরে ইসি সচিব বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চতে মাঠে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। এ বিষয়ে যথাযথ প্রস্তুতি নিতে এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।
কমনওয়েলথ এর প্রাক নির্বাচনী দলের সাথে ১৯ নভেম্বর বৈঠক করবে ইসি। এছাড়া ইউরোপিয় ইউনিয়নের একটি ছোট দল ও এনডিআই এবারের ভোট পর্যবেক্ষন করবে বলে আশা করছে নির্বাচন কমিশন।
এসজেড/
Leave a reply