সরবরাহ বাড়লেও রাজধানীর মাছ বাজারে দামের উত্তাপ কমেনি। দাম কমছে, দোকানদারদের এমন দাবির সাথে ক্রেতাদের ভিন্নমত। বলছেন, ইচ্ছেমতো দাম হাঁকাচ্ছে বিক্রেতা। দেখার কেউ নেই।
রাজধানীর নতুন বাজারে মাছ কিনতে আসা মোহাম্মদ শাহীন নামের একজন জানান, দাম শুনে তিনি বিড়ম্বনায় পড়েছেন। সবকিছুর দাম বাড়ছে, কিন্তু তাদের বিষয়ে কেউই বিবেচনা করতেছে না।
রাজধানীর বাজারে কেজিপ্রতি ২শ’ টাকার নিচে মিলছে না পাঙ্গাশ। চিংড়ি বিক্রি হচ্ছে ৭০০-৮০০ টাকায়। রুই-কাতল কিনতে দিতে হবে ৩০০-৪০০ টাকা। আর ৯০০ গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে হাজার টাকায়, আকার আরেকটু বড় হলে গুণতে হচ্ছে ১২শ’ থেকে ১৩শ’ টাকা।
এদিকে, কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে গরুর মাংসের দামে। রাজধানীর বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে সাড়ে ৬শ’ থেকে ৭শ’ টাকায়।
বিক্রেতারা বলছেন, খামারি পর্যায়ে সরবরাহ বেড়েছে। ভারতীয় গরুর আমদানি বাড়লে দাম আরো কমে আসবে।
এছাড়া, দেশি মুরগির দাম কিছুটা কমলেও চড়া দামে বিক্রি হচ্ছে পোল্ট্রি মুরগি। পোল্ট্রি মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। সোনালী জাতের মুরগির জন্য গুণতে হচ্ছে ২৮০ টাকা৷ দেশি জাত বিক্রি হচ্ছে ৪৮০ টাকায়।
/এমএন
Leave a reply