দুই সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম বেড়ে দ্বিগুণ

|

মাসের প্রথম দিন মানেই রাজধানীর মাছ বাজারে উত্তাপ। কেননা এদিন বেতনের টাকা হাতে দোকানে আসেন ক্রেতা। শখ করে কিনেন দামি মাছও। কিন্তু শুক্রবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে মাছের আড়ত বেশ ফাঁকা দেখা যায়।

হবেই বা না কেন? ২ সপ্তাহ আগের ১ হাজার টাকার ইলিশ এখন প্রায় ২ হাজার টাকা। মাঝারি পিসের কেজিতে গুনতে হবে অন্তত ১২শ’ টাকা। তাকানো যাচ্ছে না ছোট মাছের দিকেও। তারপরও দাম নিয়ে তর্ক থামছে না।

ব্যবসায়ীদের দাবি, কুয়াশা বাড়ায় জেলেরা নদীতে কম যাচ্ছেন। তাই সরবরাহে টান। তবে প্রশ্ন হচ্ছে, ক্রেতা না থাকলে এত দাম দিয়ে ইলিশ কিনবে কে? খুচরা ব্যবসায়ীদের যুক্তি, আড়তেই দাম চড়া, তাই তারা নিরূপায়।

অন্য মাছ কিনতে গেলেও স্বস্তি নেই। ২শ’ টাকার ছোট শিং মাছ এখন ৩শ’ টাকা। ৪শ’ টাকা ছাড়িয়েছে দেশি কৈয়ের দর। কেজিতে ৩শ’ টাকা গুনতে হবে মাঝারি পাবদার জন্য। শুধু রুই-কাতলের দামে খুব একটা পার্থক্য নেই। তবে পানি কমায় নদীর মাছের সরবরাহ বেড়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply