আমদানি করেও পেঁয়াজের বাজারে অস্থিরতা কমানো যায়নি। গত সেপ্টেম্বরে সরকার প্রতি কেজির দর বেধে দিয়েছিল ৬৫ টাকা। কিন্ত সে দামে বাজারে মিলছে না দেশি ও আমদানি জাতের পেঁয়াজ।
দোকানদারদের দাবি, পেঁয়াজের মুড়িকাটা জাত বাজারে আসলে কিছুটা স্বস্তি পাবে ক্রেতারা। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি আমদানি জাতের জন্যে এখন গুনতে হচ্ছে ১১০ টাকা। আর দেশি জাতের জন্যে ১২০ টাকা।
ক্রেতাদের অভিযোগ, দেশে উৎপাদিত পেঁয়াজ ফড়িয়াদের কাছে মজুদ রয়েছে। ভারত আমদানি মূল্য বাড়ানোয় মাত্রাতিরিক্ত মুনাফা করে আসছে সিন্ডিকেট। এদিকে, বিক্রেতারা জানিয়েছেন, মৌসুমের একেবারে শেষ পর্যায়ে এসে দেশি পেঁয়াজের সরবরাহ কমেছে।
/এমএন
Leave a reply