গাজাবাসীর সুরক্ষায় সব চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ব্লিনকেন

|

গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওঠা গাজার যুদ্ধবিরতি প্রস্তাবে একমাত্র ভেটোদানকারী দেশ ছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ভেটোয় বাতিল হয়ে যায় সংযুক্ত আরব আমিরাতের উত্থাপিত এ সংক্রান্ত সংক্ষিপ্ত খসড়া প্রস্তাব। এর ফলে গাজার নিরীহ মানুষের ওপর রীতিমতো বিনাবাধায় হামলা ও হত্যাযজ্ঞ চালানোর আরও অবাধ সুযোগ পেলো ইসরায়েল। অথচ এ পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের ভাষ্য, ‘গাজার সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিতে সবধরনের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র’। খবর এবিসি নিউজের।

রোববার (১০ ডিসেম্বর) এমন মন্তব্য করেন ব্লিনকেন। তিনি বলেন, ইসরায়েলের সাথে নিয়মিত যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে, যেকোনো দেশ যুদ্ধের নিয়ম মানতে বাধ্য। ইসরায়েলও তার ব্যতিক্রম নয়। গাজার বেসামরিকদের রক্ষা করা তাদের জন্য আবশ্যকীয়।

তিনি আরও বলেন, গাজার বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে যা সম্ভব সবই করার চেষ্টা করছি আমরা। প্রয়োজনীয় ত্রাণ সহায়তা যাতে উপত্যকায় ঢুকতে পারে তা নিশ্চিতের চেষ্টা করছি। চলমান যুদ্ধে অবরুদ্ধ উপত্যকাটির সাধারণ মানুষদের চরম মূল্য দিতে হচ্ছে। ইসরায়েলের সাথে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ করছি। তাদের বাধবাধ্যকতা যেন তারা ভুলে না যায় তা বারবার স্মরণ করিয়ে দিচ্ছি।

গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির বিরোধিতা করে যুক্তরাষ্ট্র পাশে পায়নি কাউকে। এমনকি মিত্র হিসেবে পরিচিত ফ্রান্স, জাপানও যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছিল। আগ্রাসনের শুরুতে যেসব দেশ মার্কিন প্রশাসনের সাথে সুর মিলিয়ে ইসরায়েলকে ঢালাও সমর্থন দিয়েছিল, তারাও এখন নেতানিয়াহুকে থামাতে চান। এ পরিস্থিতিতে অনেকেই বলছেন, ইসরায়েলকে অন্ধ সমর্থন দিয়ে একা হয়ে পড়ছে ওয়াশিংটন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply