উইকিপিডিয়ার বিরুদ্ধে ৫শ’ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ

|

মিথ্যা ও মানহানিকর তথ্যের অভিযোগে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে উইকিপিডিয়া ও গুগলের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) তার পক্ষ হয়ে নোটিশটি পাঠান ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন।

নোটিশে বলা হয়, উইকিপিডিয়ার ক্যারিয়ার সেকশনে লেখা রয়েছে, বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন তৎকালীন মেজর আ ল ম ফজলুর রহমান কর্তৃক সেনা কাস্টডিতে নির্যাতিত হয়েছিলেন। যিনি (আ ল ম ফজলুর রহমান) পরবর্তীতে ২০০০ সালে আওয়ামী লীগ সরকার কর্তৃক বাংলাদেশ রাইফেলসের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

এই বিবরণী তার দৃষ্টিগোচর হলে চলতি বছর ২৫ মে উক্ত স্টেটমেন্ট মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর উল্লেখ করে উইকিপিডিয়াকে এটি সরিয়ে ফেলার অথবা সংশোধন করার প্রতিবাদপত্র পাঠিয়েছিলেন ফজলুর রহমান। ইন্টারনেটভিত্তিক প্ল্যাটফর্মটি এতে কোনো ব্যবস্থা না নেয়ায় বৃহস্পতিবার ৫০০ কোটি টাকার মানহানির ক্ষতিপূরণ চেয়ে মামলার নোটিশ প্রেরণ করা হয়।

আ ল ম ফজলুর রহমান মুক্তিবাহিনীর একজন সদস্য ছিলেন। ২০০০ সালের ২৯ ফেব্রুয়ারি থেকে ২০০১ সালের ১১ জুলাই পর্যন্ত বাংলাদেশ রাইফেলসের প্রধান ছিলেন। তিনি নেতৃত্বে থাকাকালীন বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ‘নাফ যুদ্ধ’ সংঘটিত হয়েছিল।

প্রসঙ্গত, উইকিপিডিয়া হলো ইন্টারনেটভিত্তিক বিশ্বকোষ। যা অলাভজনক ফাউন্ডেশন উইকিমিডিয়া দ্বারা পরিচালিত হয়। ইন্টারনেট সংযোগ আছে, এমন যে কেউ উইকিপিডিয়ার যেকোনো নিবন্ধে পরিবর্তন ও তথ্য সংযোজন করতে পারে। ২০০১ সালে এর পথচলা শুরু হয়। বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম তথ্যসূত্র বিষয়ক ওয়েবসাইট।

এএম/এএম  


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply