আইসল্যান্ডে আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত 

|

ছবি: বিবিসি

আইসল্যান্ডের রিকজেনেস উপত্যকার আগ্নেয়গিরিতে ভয়াবহভাবে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। সপ্তাহব্যাপী শক্তিশালী ভূকম্পনের পর সোমবার (১৮ ডিসেম্বর) থেকে ব্যাপক আকারে লাভা উদগীরণ শুরু হয়।

বিবিসি জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত কেঁপে কেঁপে উঠছিল উপত্যকার এই অঞ্চলটি।

আইসল্যান্ডের আবহাওয়া দফতর জানায়, স্থানীয় সময় রাত দশটার দিকে শক্তিশালী ভূমিকম্পের পরই শুরু হয় লাভা উদগীরণ। সাড়ে তিন কিলোমিটার ফাটল দিয়ে প্রতি সেকেন্ডে ১০০ থেকে ২০০ ঘনমিটার লাভা বের হচ্ছে। অগ্রসর হচ্ছে নিকটস্থ শহরের দিকে। এর জেরে বন্ধ রাখা হয়েছে আশপাশের পর্যটন কেন্দ্র।

লাভা উদগীরণের মাত্রা এতোটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, ৪২ কিলোমিটার দূরের রাজধানী রিকজাভিক থেকেও দৃশ্যমান হচ্ছে তা। রক্তিম হয়ে উঠেছে আকাশ। বেগতিক পরিস্থিতি দেখে দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নেয়া হয় আশপাশের চার হাজার বাসিন্দাকে। বন্ধ করে দেয়া হয় কাছের ব্লু লেগুন জিওথার্মাল স্পা।

এর আগে, ২০১০ সালে ইউরোপের সবচেয়ে বড় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয় আইসল্যান্ডে। কিন্তু রিকজেনেস উপদ্বীপে ২০২১ সাল পর্যন্ত আট শতাব্দী ধরে অগ্ন্যুৎপাত হয়নি। তারপর থেকে তিনটি অগ্নুৎপাত ঘটেছে। সবই প্রত্যন্ত জনবসতিহীন এলাকায়। বিশেষজ্ঞরা বলছেন, এটি এই অঞ্চলে আগ্নেয়গিরি কার্যকলাপের একটি নতুন যুগের সূচনা হতে পারে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply