গাজা উপত্যকা ক্রমেই দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে সংস্থাটি এ সতর্কবার্তা দেয়।
সংস্থাটি জানায়, বিশ্বের যেকোনো স্থানের তুলনায় গাজার সবচেয়ে বেশি পরিবার খাদ্য সংকটে রয়েছে। বর্তমানে উপত্যকার ২৩ লাখ বাসিন্দাই ক্ষুধার্ত। অবিলম্বে আগ্রাসন বন্ধ না হলে শিগগিরই দুর্ভিক্ষ নেমে আসবে সেখানে।
প্রতিবেদনে ক্ষুধার্ত গাজাবাসীকে তিনটি স্তরে ভাগ করা হয়েছে। এতে বলা হয়, সেখানকার ২১ শতাংশ মানুষ বিপর্যয়ের মুখে রয়েছেন। জরুরি স্তর অর্থাৎ দ্বিতীয় স্তরে রয়েছেন ১২ লাখ ফিলিস্তিনি। সবচেয়ে বিপর্যস্ত বলা হয়েছে গাজার উত্তরাঞ্চলকে।
বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান অর্থনীতিবিদ আরিফ হুসাইন বলেন, এ প্রতিবেদনটি ভয়াবহ বার্তা দিচ্ছে। সত্যিকার অর্থেই ভয়ংকর এক পরিস্থিতির মুখোমুখি গাজা। উপত্যকার প্রতিটি মানুষ ক্ষুধার্ত। ভয়াবহ খাদ্য সংকটে ভুগছেন প্রায় ৬ লাখ মানুষ। অর্থাৎ প্রতি চারজনের মধ্যে একজন চরম খাদ্যাভাবে রয়েছেন।
/এনকে
Leave a reply