বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চাঁদের মাটি ছুঁয়ে ইতিহাস গড়লো জাপান। দেশটির মনুষ্যহীন চন্দ্রযান ল্যান্ডার স্লিম (মুন স্নাইপার নামেও পরিচিত) চাঁদে অবতরণ করেছে। খবর বিবিসি ও রয়টার্সের।
শনিবার (২০ জানুয়ারি) চাঁদে সফল অবতরণ করে জাপানের চন্দ্রযান ‘মুন স্নাইপার’। নিজস্ব প্রযুক্তিতে বানানো মনুষ্যবিহীন এই চন্দ্রযান নির্দিষ্ট লক্ষ্যের মধ্যেই অবতরণ করেছে বলে জানিয়েছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা ‘জাক্সা’।
এর আগে কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারত এই কৃতিত্ব অর্জন করতে পেরেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের মহাকাশ সংস্থার একটি রোবট সফলভাবে চাঁদে নেমেছে। তবে মহাকাশযানটির সৌরবিদ্যুৎ ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে। এখন ব্যাটারির ওপর নির্ভর করছে যানটি। ফলে এই মিশন হুমকির মুখে পড়তে পারে। ব্যাটারির শক্তি থাকবে আর মাত্র কয়েক ঘণ্টা।
পৃথিবী থেকে চাঁদের সবচেয়ে কাছের অংশে অবতরণ করেছে ল্যান্ডারটি। তবে ঠিক কোন জায়গায় ল্যান্ডারটি রয়েছে এবং সেটি সঠিকভাবে অবতরণ করতে পেরেছে কিনা তা যাচাই করতে অন্তত দুই মাস সময় লাগবে।
অবশ্য এরইমধ্যে ল্যান্ডারটিতে বেশ কিছু ত্রুটি শনাক্ত করা হয়েছে। এর একটি সোলার জেনারেটর কাজ করছে না বলে জানানো হয়।
/এমএইচ
Leave a reply