যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে শুরুতেই যেন অনেকটা একপেশে হয়ে গেলো রিপাবলিকান দলীয় মনোনয়নের লড়াই। নিউ হ্যাম্পশায়ারে দলীয় প্রাইমারির মাত্র দুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লড়াই থেকে সরে দাঁড়ান শক্তিশালী প্রার্থী রন ডিস্যান্টিস। ঘোষণা দেন, তার সমর্থন থাকবে ডোনাল্ড ট্রাম্পের প্রতি। খবর বিবিসির।
রন ডিস্যান্টিসের মতো হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী সরে দাঁড়ানোয় এখন অনেকটাই অপ্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। আরেক শক্তিশালী প্রার্থী নিকি হ্যালিকে যেন পাত্তাই দিচ্ছেন না তিনি। এমনকি জো বাইডেনকে হারানোর প্রত্যয়ও তার কণ্ঠে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা খুব ভালো প্রতিদ্বন্দ্বী ছিলাম। রন ডিস্যান্টিস খুব ভালো লড়াই করছিলেন। আমার সামনে এখন কেবল দু’জন। একজন আগামীকালই বিদায় নেবেন। আরেক জন নভেম্বরে। অনেক ডেমোক্র্যাটই নিকি হ্যালিকে সমর্থন দেবেন। কারণ, তারা বিরোধী হিসেবে এমন কাউকে চাইবেন, যাকে হারানো খুব সহজ হবে।
গত সপ্তাহে আইওয়া অঙ্গরাজ্যে ককাসে ৫১ শতাংশ রিপাবলিকান ভোট নিয়ে শীর্ষে ছিলেন ট্রাম্প। ২১ শতাংশ সমর্থন পেয়েছিলেন ডিস্যান্টিস। ১৯ শতাংশ সমর্থন নিয়ে তৃতীয় অবস্থানে ছিলেন নিকি হ্যালি। এবার ঘুরে দাঁড়াতে চান তিনি। চালিয়ে যাচ্ছেন প্রচারণা।
রিপাবলিকান প্রার্থী নিকি হ্যালি বলেন, বিগত আটটি নির্বাচনের সাতটিতেই রিপাবলিকানরা হেরেছে। বেশিরভাগ আমেরিকানের সমর্থন আদায় করতে হবে আমাদের। আর সেটা সম্ভব কেবল নতুন নেতা নির্বাচনের মাধ্যমে। ৭০ শতাংশ মার্কিনি আরেকটি ট্রাম্প-বাইডেন লড়াই দেখতে চান না।
বিশ্লেষকরা বলছেন, ডিস্যান্টিসের সরে দাঁড়ানোর সুবিধা পাবেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৩ জানুয়ারি) নিউ হ্যাম্পশায়ারে প্রাইমারিতেও রেকর্ড ব্যবধান গড়বেন, এমন ধারণা তাদের। রাজনৈতিক বিশ্লেষক অ্যান্ড্রিউ স্মিথ বলেন, ডিস্যান্টিসের বিদায়ে হ্যালির খুব একটা সুবিধা হবে না। কারণ, ডিস্যান্টিসের সমর্থকদের অনেকেই জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প তাদের দ্বিতীয় পছন্দ। অর্থাৎ, স্পষ্টভাবেই ট্রাম্পের ভোট বাড়বে।
দলের ভেতরে আপাতত বড় প্রতিপক্ষ নেই। দলীয় মনোনয়নের দৌঁড়ে ডোনাল্ড ট্রাম্পের একচেটিয়া বিজয়ও প্রায় নিশ্চিত। তাই প্রাইমারি নিয়ে প্রতিবার যে টানটান উত্তেজনা তৈরি হয়, এবার দেখা মিলছে না তেমন কিছুরই।
রিপাবলিকান নেতা বিবেক রামস্বামী বলেন, আপনারা নিজেদের দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে আসুন। নভেম্বরে বাইডেনকে পরাজিত করতে প্রাইমারিতে অংশ নিন। ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিন এবং জাতি হিসেবে শ্রেষ্ঠ দিন ফিরিয়ে আনুন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪ প্রসঙ্গে মতামত দিয়েছে যুক্তরাষ্ট্রের জনগণ। একজন বলেন, নিকি হ্যালির বিষয়ে আশাবাদী আমি। প্রত্যাশা অনুযায়ী তিনিই আমাদের বিকল্প, আমাদের জন্য উপহার স্বরূপ। বিভক্ত, বিচ্ছিন্ন দেশকে এক করার উপায় তিনি। আরেক নাগরিক বলেন, আগেও ট্রাম্পকে ভোট দিয়েছি। অর্থনীতির জন্য দারুণ কাজ করেছেন। নির্বাচনের যোগ্যতম প্রার্থী তিনি।
/এএম
Leave a reply