নগরের সমস্যা সমাধানে টানা চতুর্থ সপ্তাহের মতো রাতের পালায় অফিস করলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। দক্ষিণের নগর ভবনে বৃহস্পতিবার রাত দশটা থেকে শুক্রবার ভোর চারটা পর্যন্ত অফিস করেন তিনি।
এ সময় উন্নয়নমূলক বিভিন্ন কাজের তদারকি করেন মেয়র সাঈদ খোকন। তার সঙ্গে রাতভর কাজ করেন করপোরেশনের কর্মকর্তা ও কর্মীরা। দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা থেকে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সংস্কার কাজ, যানজট নিরসন ও উন্নয়ন কাজের খোঁজখবর নেন মেয়র। যানজটসহ দিনের বেলার নানা দুর্ভোগ কমাতেই এমন উদ্যোগ বলে জানান সাঈদ খোকন। গত ৪ অক্টোবর প্রথম রাতের বেলা অফিস শুরু হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে।
Leave a reply