ডিমের দাম নিয়ে কোনো সমাধান আসছে না। খুচরা বাজারে ফার্মের ডিমের ডজন এখনও দেড়শ টাকা। অথচ সরবরাহ পর্যাপ্ত।
ডিমের দাম বাড়তির বিষয়ে ব্যবসায়ীদের যুক্তি, দুই সপ্তাহ ধরে ডিমের বাজার চড়া। কোনো ব্যাখ্যা দিচ্ছেন না আড়তদাররা। অন্যদিকে খামারিদের অভিযোগ, সবাই ডিম নিয়ে ব্যস্ত। ফিড আর মুরগির বাচ্চার দামে কেউ নজর দিচ্ছে না।
শুক্রবার (১৭ মে) রাজধানীর কারওয়ান বাজারে আড়তে প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৪৪ টাকা। আর দেশি মুরগির ডজন ২৪০ টাকা। ১৮০ টাকা গুণতে হবে ১২টি হাঁসের ডিমের জন্য।
এদিকে, রাজধানীতে ব্রয়লার মুরগির কেজি ২১০ টাকা। ৩৭০ টাকার নিচে মিলবে না কক জাতের মুরগি। ব্যবসায়ীরা বলছেন, নিম্নবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে মুরগি। আগে অনেকে ছুটির দিনে শখ করে মুরগি কিনলেও ইদানিং সেই প্রবণতা কম।
/এমএন
Leave a reply