নিয়ম অনুযায়ী ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা থাকলেও, গত ১৯ মে (রোববার) ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত হওয়ায় প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ায় আগাম নির্বাচন হচ্ছে আজ। শুক্রবার স্থানীয় সময় সকাল আটটায় শুরু হবে ভোটাভুটি, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
দেশটির গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের সবশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট পদপ্রার্থী ও সিনিয়র কর্মকর্তাদের মধ্যে কয়েকজন নির্বাচনে তাদের ভোট দিয়েছেন।
শুক্রবার সকালে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এবারের নির্বাচনে ইরানের অভ্যন্তরে ও বাইরে মোট ৬১ মিলিয়ন মানুষ ভোট দেয়ার যোগ্য।
স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদির মতে, গোটা ইরান জুড়ে প্রায় ৬০ হাজার ভোট কেন্দ্র ও ৯০ হাজার “ভোটিং পয়েন্ট” স্থাপন করা হয়েছে, যাতে ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে। এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে পুরো ইরানে টহল দিচ্ছে পুলিশ।
এবারের নির্বাচনে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইরানিরা ভোটে অংশগ্রহণ করছেন। বিভিন্ন দেশে ইরানের দূতাবাসে ভোট দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
/এআই
Leave a reply