ইউরো জিতে পেলের রেকর্ড ভাঙলেন ইয়ামাল

|

১৬ বছর বয়সেই ইউরো কাঁপানো লামিন ইয়ামাল ফাইনালের ঠিক আগের দিন পা রেখেছেন ১৭-তে। বলেছিলেন দলকে ফাইনাল জিতিয়ে মাদ্রিদ ফিরেই পালন করবেন জন্মদিন। স্পেনের শিরোপা জয়ের রাতে এক রেকর্ডে নাম লিখিয়েছেন লামিন ইয়ামাল।

সবচেয়ে তরুণ ফুটবলার হিসেবে মেজর কোনো শিরোপা জিতলেন ইয়ামাল। ভেঙেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের রেকর্ড। ১৯৫৮ সালে ১৭ বছর ২৪৯ দিনে বিশ্বকাপ জিতে এতদিন সবচেয়ে কম বয়সে কোন মেজর টুর্নামেন্ট জয়ের রেকর্ডটা নিজের করে রেখেছিলেন পেলে। তার রেকর্ড ভেঙে মাত্র ১৭ বছর ১ দিনে ইউরো জিতে এই রেকর্ড নিজের করে নিলেন ইয়ামাল।

এদিকে, ইউরোর উদীয়মান খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন ইয়ামাল। এবারের ইউরোতে সর্বোচ্চ ৪টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। তার পাশাপাশি একটি গোলও করেছেন ১৭ বছর বয়সি এই স্প্যানিশ তারকা।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply