গরুর মাংসের কেজি ৭৫০ টাকা, মাছের বাজারে উত্তাপ

|

রাজধানীতে ক্রেতা সংকটে ভুগছে গরুর মাংসের দোকানগুলো। এর প্রভাব পড়েছে দামে। কেজিতে ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। মাংসের বাজারে স্বস্তি বলতে এটুকুই। সপ্তাহের ব্যবধানে কেজিতে আরও ১০ থেকে ২০ টাকা দাম বেড়েছে ব্রয়লার মুরগির। বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২শ’ টাকা কেজিতে।

এদিকে, স্বস্তি ফেরেনি ডিমের দোকানে। পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও চড়া দাম ধরে রেখেছেন বিক্রেতারা। এক হালি বাদামি ডিমের জন্য গুণতে হবে পঞ্চাশ টাকা। আর সাদা ডিমের জন্য দিতে হবে ৪৫ টাকা।

আর মাছের বাজারে উত্তাপ যেন কমছেই না। সরবরাহ কম, তাই দাম আরও কিছুটা চড়েছে, এমন অজুহাত দোকানদারদের। সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। তেলাপিয়া-পাঙ্গাস ছাড়া আড়াইশ টাকার নিচে নেই কোনো মাছ। আর নদ-নদীর মাছের স্বাদ নিতে চাইলে কেজিতে গুণতে হবে ৮শ’ থেকে হাজার টাকা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply