সুনামগঞ্জ সদর হাসপাতাল পর্যবেক্ষণে শিক্ষার্থীরা 

|

সুনামগঞ্জ করেসপন্ডেন্ট:

২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি রুখে সেবার মান বাড়াতে তদারকি কার্যক্রম পরিচালনা করেছে শিক্ষার্থীরা। ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন সরকারি দফতর সংস্কারে এই কার্যক্রম চালিয়ে যাবেন বলেন জানান তারা।

সোমবার (১২ আগস্ট) বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনব্যাপী হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে শিক্ষার্থীরা। এসময় রোগীদের খাবার, ঔষধ, প্যাথলজি, আউটডোর ও ইনডোর চিকিৎসা সেবা, যন্ত্রপাতিসহ বিভিন্ন বিভাগে তদারকি করে তারা।

শিক্ষার্থী জিহান জুবায়ের বলেন, ‘সুনামগঞ্জ সদর হাসপাতালের বিভিন্ন অনিয়ম অসংগতি সবার জানা। এখন সময় এসেছে সেগুলো ঠিক করার। তাই আমরা এসেছি হাসপাতালে, দেখেছি হাসপাতালের অবস্থা।’

আরেকজন শিক্ষার্থী তাজকিরা হক তাজিন জানান, ‘আমরা সাধারণ শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করতে এসেছি জেলার সবচেয়ে বড় হাসপাতালে কেমন সেবা দেয়া হচ্ছে। এসে আমরা নানা অসংগতি দেখতে পেয়েছি। সেগুলো নিয়ে কতৃপক্ষের সাথে কথা বলেছি।’

এছাড়াও শিক্ষার্থী ইমন বলেন, ‘আমরা পর্যবেক্ষণ করে দেখতে পেয়েছি ইন্টার্ন দিয়ে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এছাড়াও রান্নাঘরের পরিবেশ স্বাস্থ্য সম্মত না। বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে না। চিকিৎসকরা ঠিক সময় হাসপাতালে আসছেন না। এছাড়াও অনেক যন্ত্রপাতি হাসপাতালে না থাকায় পর্যাপ্ত সেবা পাচ্ছেন না মানুষ। এসব বিষয় নিয়ে আমরা সদর হাসপাতাল কতৃপক্ষের সাথে কথা বলেছি।’

আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, ছাত্ররা অনেক বিষয় পরামর্শ দিয়েছে আমরা সেগুলো ঠিক করবো। কিছু বিষয়ে অন্য দফতরগুলো যুক্ত রয়েছে। তাদেরকে অনুরোধ করবো। সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply