বানের জলের নিচে রয়েছে নোয়াখালী। বন্যার পানিতে ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলের মাঠ। পানিবন্দি রয়েছে ২০ লাখ মানুষ। নোয়াখালীবাসীরা বলছেন, গত ২০-২৫ বছরেও এমন বন্যা দেখেনি নোয়াখালী!
নোয়াখালীর পাশে রয়েছে মেঘনা নদী। মেঘনা নদীতে যখন পানি বাড়ে, তখন সুবর্ণচর, কোম্পানিগঞ্জসহ আশপাশের অঞ্চলগুলোও প্লাবিত হয়। কিন্তু এবার পুরো নোয়াখালী সদর প্লাবিত। জেলা শহরের প্রধান রাস্তাগুলো পানিতে সয়লাব হতে দেখা যাচ্ছে। মানুষকে হাঁটতে হচ্ছে হাঁটুজল ভেঙ্গে।
ফেনীর মুহুরী নদীর পানি ঢুকে এবং টানা বর্ষণে নোয়াখালীর ৯টি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফলে বন্যার পানিতে প্লাবিত হয়েছে রাস্তাঘাট ও ফসলের মাঠ। এতে নোয়াখালী পৌরসভার বিভিন্ন বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরইমধ্যে ৯টি উপজেলার ২০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
উপজেলাগুলোর বেশির ভাগ এলাকার সড়ক, মহাসড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বন্যা পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের কাছে সহযোগিতা চাওয়া হয়।
/এএম
Leave a reply