ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে ফ্রান্সের মায়োট দ্বীপে কয়েকশ’ মৃত্যুর শঙ্কা

|

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চিডো’ আঘাত হেনেছে ফ্রান্সের মায়োট দ্বীপে। ভয়াবহ এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা কয়েকশ’ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় কর্মকর্তারা। সোমবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গেল ৯০ বছরের মধ্যে দ্বীপটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় চিডো। এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

আঘাতে লন্ডভন্ড ফ্রান্সের মায়োট দ্বীপ। এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে, হতাহতের সংখ্যা হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় এক কর্মকর্তারা বলেন, শক্তিশালী এই ঘূর্ণিঝড়ে কয়েকশ’ মানুষ মারা যেতে পারে, হয়তো এক হাজার, এমনকি কয়েক হাজারেও পৌঁছাতে পারে। পরিস্থিতি অনেক ভয়াবহ। এখনই কোন কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এদিকে, ঘূর্ণিঝড় চিডোরে মৃতের সংখ্যা নিয়ে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সব হতাহতের হিসাব করা কঠিন, এই মুহূর্তে কোনো সঠিক সংখ্যা নির্ধারণ করা হয়নি। উদ্ধারকর্মীরা কাজ করে যাচ্ছে।

দ্বীপটিতে প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ বসবাস করে। ঘূর্ণিঝড়ের কারণে বর্তমানে দ্বীপটির মানুষজন খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কতে রয়েছে।

আফ্রিকার পূর্ব উপকূল থেকে ৫০০ মাইল দূরে মায়োট দ্বীপের অবস্থান।এখানে অন্তত ৩ লাখ মানুষের বসবাস। ১৮৪৩ সালে দ্বীপটিতে ফ্রান্সের উপনিবেশ শুরু হয়। 

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply