রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা শেখদি এলাকা থেকে গ্রেফতারের পর পুলিশ হেফাজতে মারা গেছেন ক্যাবল ব্যবসায়ী জামাল উদ্দিন।
শনিবার রাত সোয়া ১১টার দিকে জামাল উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। পরে স্বজনদের ফোনে বলা হয় জামাল উদ্দিন অসুস্থ। পরে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী জানান, গ্রেফতারের পর থানায় আনার আগেই অসুস্থ হন জামাল উদ্দিন। পরে যাত্রাবাড়ী ইসলামিয়া হাসতাপালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। থানায় ফেরার পথে আবার অসুস্থ হলে ঢাকা মেডিকেলে নেয়া হয় তাকে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জামাল উদ্দিনের নামে যাত্রাবাড়ী থানায় সেপ্টেম্বরে এক সপ্তাহেই হয় ৫টি মামলা।
Leave a reply