অতিবৃষ্টির কারণে পাবনার চাটমোহর উপজেলার গোয়াখোড়া ভাঙ্গুরা স্টেশনের মাঝামাঝি স্থানে ঈশ্বরদী-ঢাকা রুটের রেললাইনের কিছু অংশের মাটি সরে যাওয়ার পর তা সংস্কার করা হয়েছে। এতে দুই ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ চালু হয়েছে।
আজ রোববার সকাল থেকে ওই রেললাইন দিয়ে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িক বন্ধ ছিল।
রেলওয়ে বিভাগ জানিয়েছে, নরম মাটি হওয়ায় অতিবর্ষণের কারণে রেললাইনের কিছু অংশ দেবে যায়। অল্প সময়ের মধ্যে রেল চলাচল স্বাভাবিক করতে সংস্কারকাজ শুরু করা হয়।
Leave a reply