মিরপুর ১৪ নম্বরের ভাষানটেক এলাকার জাহাঙ্গীর বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল রাত ১টার দিকে এই আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় শতাধিক ঘর পুড়ে গেছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ বের করা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটা এখনো নিশ্চিত নয় তারা। বস্তির বেশিরভাগ বাড়ি ঘর ঢেউটিন, বাঁশ ও কাঠের উপকরণ দিয়ে তৈরি হওয়ার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।
Leave a reply