মিরপুর ১৪ নম্বরের ভাষানটেক এলাকার জাহাঙ্গীর বস্তিতে আগুনের ঘটনার পর পাশের ডোবা থেকে দুপুরে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুন লাগার পর শিশু দুটি ডোবায় পড়ে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শিশু দুটির একজনের বয়স আড়াই বছর ও আরেক জনের বয়স তিন মাস বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার রাতে বস্তিটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের কয়েক ঘণ্টার চেষ্টায় রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় দুই শতাধিক ঘর পুড়ে গেছে।
মশার কয়েল বা সিলিন্ডার থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। তবে কারণ জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বস্তির বেশিরভাগ বাড়ি ঘর ঢেউটিন, বাশ ও কাঠের উপকরণ দিয়ে তৈরি হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানায় ফায়ার সার্ভিস।
Leave a reply