‘সৌদি যুবরাজের কর্মকাণ্ডে ক্ষুণ্ন হতে পারে মার্কিন স্বার্থ’

|

পরিণতি কি হতে পারে, তা চিন্তা না করেই বেপরোয়া আচরণ করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সম্প্রতি, নিউইয়র্ক টাইমস’কে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন পেন্টাগন ও সিআইএ’র গোয়েন্দা কর্মকর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলেন, ওয়াশিংটনের সাথে রিয়াদের সম্পর্কের ক্ষেত্রে এটি ঝুঁকিপূর্ণ। তাদের দাবি, সৌদি যুবরাজের কর্মকাণ্ডে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ বিনষ্ট হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার প্রশাসনের মতপার্থক্য স্পষ্ট হয়ে ওঠে তাদের বক্তব্যে। কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেন, সৌদি আরবে দুর্নীতি দমনের নামে ঢালাওভাবে ধর-পাকড় অভিযানের সময় বাদশাহ ও যুবরাজের প্রশংসায় টুইট করেন ট্রাম্প। যা, কোনভাবেই রাষ্ট্রপ্রধানের আচরণের সাথে মানানসই নয়। ৪ নভেম্বর থেকে, শুদ্ধি অভিযানের আওতায় সৌদি আরবে গ্রেফতার হন দুই শতাধিক প্রভাবশালী প্রিন্স, মন্ত্রী ও ব্যবসায়ী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply