রোহিঙ্গাদের ইস্যুতে নেতাদের শক্ত অবস্থান নিতে হবে: মিয়াভি

|

দ্বিতীয়বারের মতো কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছা দূত ও জাপানি সঙ্গীত শিল্পী মিয়াভি (আসল নাম ইশিহারা তাকামাসা)।

মিয়াভি আশা প্রকাশ করে বলেন, আমরা সবাই জানি কী করতে হবে। রোহিঙ্গাদের সুন্দর ভবিষ্যৎ ফিরিয়ে দিতে রাজনৈতিক নেতাদের শক্ত অবস্থান নিতে হবে। এক্ষেত্রে ইউএনএইচসিআরও কার্যকর ভূমিকা রাখবে।

তিনি কুতুপালংয়ে রোহিঙ্গাদের জন্য নির্মিত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তিনি রোহিঙ্গা আশ্রয় শিবিরে এসেছিলেন।

মিয়াভি বলেন, আমি দ্বিতীয়বারের মতো রোহিঙ্গা শিবির পরিদর্শন করতে পেরে আনন্দিত। গত বছরের তুলনায় শিবিরের পরিবেশ উন্নত হয়েছে। তবে রোহিঙ্গারা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তারা মিয়ানমারে ফিরে যেতে চায়।

তারা মিয়ানমারের পাহাড় দেখতে পায়, কিন্তু সেখানে ফিরে যেতে নিরাপদ বোধ করছে না। তিনি আরও বলেন, জরুরি অবস্থা শেষ হওয়ার পর রোহিঙ্গারা এখন অন্য চ্যালেঞ্জের সম্মুখীন। পিতা-মাতারা সন্তানের ভবিষ্যৎ, পড়ালোখা নিয়ে চিন্তিত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply