আফগানিস্তানের যুদ্ধে হাতের মুঠোতে বা পকেটে বহনযোগ্য ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
আগামী মাসে দেশটিতে মার্কিন সেনা বহরের সঙ্গে ‘ব্ল্যাক হর্নেট’ নামের এ চালকহীন বিমানবহর পরীক্ষামূলক প্রথম মোতায়েন করা হবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) হাতে মার্কিন সর্ববৃহৎ ড্রোন আরকিউ-৪ গ্লোবাল হক বিধ্বস্ত হওয়ার পরই নতুন এ পরিকল্পনার কথা ঘোষণা করা হল। খবর স্পুটনিক নিউজের।
আফগানিস্তানে আগামী মাসে মোতায়েন করা হবে প্রথম মার্কিন ব্যাটালিয়ন, ৫০৮তম প্যারাসুট ইনফ্যান্ট্রি রেজিমেন্ট।
এ সেনাদলের মুখপাত্র জানিয়েছেন, তাদের সঙ্গেই মোতায়েন করা হবে ব্ল্যাক হর্নেট পারসোনাল রিকনিস্যান্স সিস্টেম নামে পরিচিত পকেট বা মুঠোতে বহনযোগ্য চালকহীন বিমান।
পূর্ণ বয়সী একটি ইঁদুরের ওজনের সমান এ ড্রোন টানা ২৫ মিনিট উড়তে পারে। ১৮ গ্রাম ওজনের চালকহীন বিমানটিতে বসানো থাকবে একটি সাধারণ এবং একটি তাপভিত্তিক বা থার্মাল ক্যামেরা।
ঘাঁটি থেকে এক মাইল দূর পর্যন্ত টহল দিতে সক্ষম এ চালকহীন বিমান সেকেন্ডে ১০ মিটার বেগে উড়তে সক্ষম।
Leave a reply