আজ ঢাকায় ভোটার তালিকার হালনাগাদ শুরু

|

আজ বৃহস্পতিবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ঢাকা মহানগরের শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। ভোটার তালিকা হালনাগাদের প্রথম ধাপে ১৩৫ উপজেলায় মাত্র সোয়া দুই লাখ তথ্য সংগ্রহ করেছেন তথ্য সংগ্রহকারীরা।

নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সচিব মোহাম্মদ আলমগীর জানান, প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহকারিরা ভোটার তালিকা হালনাগাদ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ইসি সচিব আরও বলনে, ৩ জুলাই-২৩ জুলাই বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ চলবে। পরবর্তীতে ছবি তোলা ও নিবন্ধনের তথ্য জানানো হবে।

আজ বুধবার থেকে রাজধানী ঢাকার যেসব এলাকায় ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু হবে- রমনা, মতিঝিল, পল্লবী, মিরপুর, তেজগাঁও, ধানমন্ডি, ক্যান্টনমেন্ট, মোহাম্মদপুর, গুলশান, লালবাগ, উত্তরা ও বসুন্ধরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply