তুরস্কে ‘F-35’ যুদ্ধবিমান সরবরাহ বন্ধের মাধ্যমে ডাকাতি করছে যুক্তরাষ্ট্র। তুর্কি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ দাবি করেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
তিনি বলেন, নিয়মিত কিস্তিতে টাকা পরিশোধের পরও পণ্য সরবরাহ বন্ধের কোনো যৌক্তিকতা থাকতে পারে না। এরই মধ্যে এক কোটি ৪০ লাখ ডলার পরিশোধ হয়েছে বলেও জানান এরদোগান। এমনকি এই যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে যাবার কথা তুর্কি পাইলটদের।
তিনি আরও জানান, কেবল ক্রেতাই নয়, চুক্তি অনুযায়ী যৌথভাবে এফ-থার্টি ফাইভের উৎপাদনকারীও তুরস্ক।
বিমানটির বেশ কিছু যন্ত্রাংশ উৎপাদিত হচ্ছে তুরস্কে। যুক্তরাষ্ট্র থেকে মোট ১১৬টি F-35 যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি হয়েছিল দু’দেশের মধ্যে।
তবে রাশিয়া থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-ফোর হান্ড্রেড ক্রয়ের জেরে গত এপ্রিলে তুরস্কে যুদ্ধবিমানটি সরবরাহ বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র।
Leave a reply