পানিতে দূষণ নিয়ে আইসিডিডিআরবি’র প্রতিবেদনের ওপর ওয়াসার জবাব চেয়েছেন হাইকোর্ট

|

ঢাকা ওয়াসার ১০টি মডস জোনের মধ্যে ৪টি থেকে সংগৃহীত ৮টি নমুনার দূষণ রিপোর্ট হাইকোর্টে উপস্থাপন করা হয়েছে। দুপুরে হাইকোর্টের নির্ধারিত বেঞ্চে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। আইসিডিডিআরবি’র প্রতিবেদনের ওপর ওয়াসার জবাব চেয়েছেন হাইকোর্ট। ২ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।

এর আগে ঢাকা ওয়াসার ১০টি মডস জোনের মধ্যে চারটি এবং সায়েদাবাদ ও চাঁদনীঘাট এলাকা থেকে সংগৃহীত আটটি নমুনার পানিতে দূষণ পাওয়া যায়। স্থানীয় সরকার মন্ত্রণালয়, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আইসিডিডিআরবি প্রতিনিধির সমন্বয়ে গঠিত কমিটি এ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এসব এলাকার পানিতে ব্যাকটেরিয়া ও উচ্চমাত্রার অ্যামোনিয়া পাওয়া গেছে। এছাড়াও কিছু কিছু নমুনাতে মলের অস্তিত্ব পাওয়া গেছে।

গত ২১ মে ঢাকা ওয়াসার পানির উৎস, ১০টি বিতরণ জোন, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে ১০টি ঝুঁকিপূর্ণ স্থান এবং দৈবচয়নের ভিত্তিতে ১০টি স্থান থেকে নমুনা সংগ্রহ করতে নির্দেশ দেন হাইকোর্ট। দুপুরে কমিটির অনুসন্ধানের প্রতিবেদন অ্যাটর্নি কার্যালয়ে জমা দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply