যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর করারোপের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার (১১ জুলাই) দেশটির পার্লামেন্ট এই বিল অনুমোদন করে।
এর ফলে ফেসবুক, গুগলের মতো টেক জায়ান্টগুলোকে ফ্রান্সে কার্যক্রম চালাতে হলে গুনতে হবে অতিরিক্ত অর্থ।
ফরাসী পার্লামেন্টে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী যেসব প্রযুক্তি প্রতিষ্ঠানের আয় বছরে ৭৫০ মিলিয়ন ইউরো সেসব প্রতিষ্ঠানকে দিতে হবে শুল্ক। তবে ওই আয়ের অন্তত ২৫ মিলিয়ন ইউরো আসতে হবে ফ্রান্স থেকে। শতকরা ৩ শতাংশ হারে আরোপিত হবে শুল্ক।
এদিকে ফ্রান্সের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া মার্কিন প্রেসিডেন্টের। বিষয়টি তদন্তেরও নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের।
এ ব্যাপারে ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লে মেয়ার বলেছেন, আমাদেরকে ব্যবহার করে আমাদের দেশীয় প্রতিষ্ঠান নিয়ে ব্যবসায় করছে এসব টেক জায়ান্ট। তাই তাদের লভ্যাংশ দাবী করতেই পারে ফ্রান্স।
তিনি জানান, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একচেটিয়া ব্যবসার লাগাম টানতেই এই সিদ্ধান্ত। তবে এখানে ফরাসী স্বার্থও জড়িত।
Leave a reply