ধানের দর বৃদ্ধির অজুহাতে আরেক দফা বেড়েছে চালের দাম। কেজিতে বৃদ্ধি ২ থেকে ৩ টাকা পর্যন্ত।
মিলারদের অভিযোগ, নজরদারির অভাবে বাজারে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। অন্যদিকে মিলারা কেন দফায় দফায় দাম বাড়াচ্ছে তা খতিয়ে দেখার আহ্বান খুচরা ব্যবসায়ীদের। এদিকে নিত্যপণ্যের উর্ধ্বমুখি মূল্যে বিপাকে ভোক্তারা।
বিক্রেতারা বলছেন, গোলার আমন এরইমধ্যে বিক্রি করেছে চাষি। বোরো ধান উঠতেও অপেক্ষা কয়েক মাস। এই সুযোগে, ধান সঙ্কটের অজুহাতেও অস্থির থাকে পাইকারি বাজার। তবে এবার মৌসুম শেষের আগেই, চড়তে শুরু করেছে বাজার দর।
ব্যবসায়ীদের অভিযোগ, ধানের দর বৃদ্ধির কথা বলে, দাম বাড়িয়েছে মিলারা। ফলে খুচরা পর্যায়েও বেড়েছে চালের দর।বাজার কারসাজিতে মিলারদের হাত আছে কি না তাও খতিয়ে দেখার আহ্বান বিক্রেতাদের।
কেজি প্রতি দাম বাড়লেই খুচরা বিক্রেতারা তার সুযোগ নেয় বলে অভিযোগ মিলারদের। বাজার স্থিতিশীল রাখতে নজরদারি বাড়ানোর পরমর্শও মিল মালিকদের।
নিত্যপণ্যের দাম কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তার।
Leave a reply