২০১৮ সালে সরকার যা করবে তা নির্বাচনে প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিভাগের নবনিযুক্ত মন্ত্রী মোস্তাফা জব্বার। সরকারের মেয়াদের শেষ বছরে কাজ করা চ্যালেঞ্জের বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার সকালে আগারাগাঁওয়ের আইসিটি বিভাগে যান মোস্তাফা জব্বার। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এসময় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে শুভেচ্ছা জানান।
পরে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে মোস্তাফা জব্বার বলেন, সংবিধানের ৩ নম্বর অনুচ্ছেদকে সম্মান করেই বাংলা ভাষাকে রক্ষা করা হবে। নতুন মন্ত্রী আরও জানান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের মধ্যে কোনো বিরোধ নাই। দুটি বিভাগের সমন্বয় করেই দেশের উন্নয়নে কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
যমুনা অনলাইন : টিএফ
Leave a reply