মধ্যাঞ্চলেও বন্যা পরিস্থিতির উন্নতি

|

ব্রহ্মপুত্র, তিস্তাসহ প্রধান নদ নদীর পানি কমায় উত্তরে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে। পানি কমতে থাকায় উন্নতি হয়েছে দক্ষিণ-মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতিও।

শরীয়তপুরে পদ্মার পানি কমলেও এখনো বিপৎসীমার ৩৬ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমতে থাকলেও এখনো বানভাসি মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি।

মাদারীপুরে পদ্মার পানি কমলেও আড়িয়াল খাঁ’তে বাড়ছে। এতে তীব্র নদী ভাঙনে ২৪ ঘণ্টায় বিলীন হয়েছে শতাধিক ঘর-বাড়ি। ভাঙন হুমকিতে ৪টি স্কুল, ইউনিয়ন পরিষদসহ বহু স্থাপনা। ফরিদপুর, রাজবাড়িসহ এ অঞ্চলে শতাধিক গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে।

উত্তরে ব্রহ্মপুত্র-যমুনা ও পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারার পানি কমছে। তবে সবধরণের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় বানভাসীদের দুর্ভোগ কমছে না। ত্রাণের অপেক্ষায় এখনও বহু মানুষ।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply