করোনাভাইরাস সার্স-সিওভি-টু প্রতিরোধে শতভাগ কার্যকরী অ্যান্টিবডির সন্ধান পেয়েছেন জার্মান চিকিৎসক দল। এরথেকে, ‘প্যাসিভ ভ্যাকসিন’ উদ্ভাবনের সম্ভাবনার কথাও জানান তারা।
দেশটির ‘শাহিতে’ হাসপাতাল এবং নিউরো-ডি-জেনেরেটিভ ডিজিজ সেন্টার- DZNE যৌথভাবে করছে এ গবেষণা। দাবি- করোনায় আক্রান্ত রোগীদের শরীরেই মিলেছে অসাধারণ একটি অ্যান্টিবডির সন্ধান। যা ভাইরাসটিকে শরীর থেকে দূর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি টিস্যুতে সার্স-সিওভি-টু ছড়ানোও রুখে দেয় এ অ্যান্টিবডি। পার্শ্ব-প্রতিক্রিয়া হয় এমন কোষগুলোকেও নিষ্ক্রিয় করে দিতে সক্ষম এটি।
গবেষক দলটি করোনাজয়ীদের শরীর থেকে বয়স-লিঙ্গ-শারীরিক অবস্থা ভেদে ৬০০ পৃথক অ্যান্টিবডি সংগ্রহ করেছেন।
সম্প্রতি, একটি ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে কাজ করছে জার্মানি। ২০২১ সালের মধ্যভাগে সেটি বাজারজাত করা হতে পারে।
Leave a reply