বুন্দেসলিগায় নিজের প্রথম ম্যাচে শিষ্যদের ব্যর্থতা দেখতে হলো বায়ার্ন মিউনিখের নতুন কোচ ইউলিয়ান নাগেলসমানের। অঘটনের মুখ দেখেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। আসর শুরুর ম্যাচে মনশেনগ্লাডবাখের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাভারিয়ানরা।
বরুশিয়া পার্কে ম্যাচের ১০ মিনিটেই উচ্ছ্বাসে ভাসে স্বাগতিক মনশেনগ্লাডবাখ। মাপা শটে বল জালে জড়ান ফরাসি ফরোয়ার্ড আলাসান প্লিয়া। অবশ্য বিরতির আগেই সমতায় ফেরে বায়ার্ন মিউনিখ। দারুণ এক ভলিতে স্কোরশিটে নাম তোলেন সবশেষ আসরে রেকর্ড ৪১ গোল করা রবার্ট লেভানডোভস্কি।
ম্যাচের শেষ দিকে, জশুয়া কিমিখের লক্ষ্যভ্রষ্ট শটে ড্র নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে নিজের প্রথম ম্যাচেই পয়েন্ট হারানোর হতাশা সঙ্গী হলো বায়ার্ন মিউনিখের নতুন কোচ ইউলিয়ান নাগেলসমানের।
/এস এন
Leave a reply