অবসাদ, বিষণ্ণতা, ক্ষোভ, দুশ্চিন্তা এবং শারীরিক বেদনার দিক দিয়ে বিশ্বে ৭ম বিষণ্নতম দেশ হয়েছে বাংলাদেশ। বৈশ্বিক আবেগ প্রতিবেদন ২০২২’র নতুন সমীক্ষায় উঠে এসেছে এ তথ্য। বিষণ্নতম দেশের তালিকায় সবার আগের নামটি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের।
মানুষকে বিষণ্ন বা অসুখী করতে পারে অনেক কিছুই। বৈশ্বিক বিষণ্নতার ঊর্ধ্বগতির কারণ হিসেবে পাঁচটি গুরুত্বপূর্ণ নির্ণায়ক বেছে নেয়া হয়েছে। সেগুলো হচ্ছে দারিদ্র্য, সম্প্রদায়গত সমস্যা, ক্ষুধা, একাকিত্ব, এবং খাদ্যের অভাব। সমীক্ষাটিতে উঠে এসেছে, বিশ্বব্যাপী অপর্যাপ্ত উপার্জন নিয়ে দিন কাটায় প্রায় ২০০ কোটি মানুষ। এর বাইরে, ২০০ কোটি মানুষ তাদের জীবনধারণের প্রণালী নিয়ে সন্তুষ্ট নয়। তারা চায়ও না যে, এভাবে কেউ বেঁচে থাকুক।
এই সমীক্ষার সূচকে সবার উপড়ে থাকা আফগানিস্তানের স্কোর ৫৯। আর সপ্তম স্থানে থাকা বাংলাদেশের স্কোর ৪৫। বিষণ্নতম ১০ দেশের মধ্যে আফগানিস্তানের পরের নামগুলো হচ্ছে লেবানন, ইরাক, সিয়েরা লিওন, জর্ডান, তুরস্ক, বাংলাদেশ, ইকুয়েডর, গিনি এবং বেনিন।
/এম ই
Leave a reply